দেশজুড়ে

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে গৃহবধূকে হত্যা

নারায়ণগঞ্জে নূরজাহান বেগম (৫০) নামের এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ মে) বিকেলে শহরের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নূরজাহান বেগম ওই এলাকার রমজান মোল্লার স্ত্রী। রমজান পেশায় একজন গাড়িচালক।

স্থানীয়রা জানান, সকালে স্বামী ও ছেলে কাজের জন্য বাসার বাইরে যান। বিকেলে আশপাশের লোকজন এসে ঘরের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখেন। সেই সঙ্গে ঘরের মালামাল ও আসবাবপত্র তছনছ অবস্থায় দেখতে পান তারা।

নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জিকেএস