অধিকার, মর্যাদায় নারী-পুরুষ সমান সমান- এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পালিত হয়েছে বিশ্ব নারী দিবস। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগ দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নেতৃত্বে র্যালিটি সামাজিক বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।র্যালিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।সুব্রত মণ্ডল/এনএফ/এবিএস