ঢাকা-চট্রগ্রাম-ঢাকা ও ঢাকা-সিলেট-ঢাকা রুটে নতুন প্যাকেজ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার (৩ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেসবুক পেইজে এই প্যাকেজ ঘোষণা করা হয়।
'বিমানের সুপরিসর উড়োজাহাজে আপনার যাত্রা হবে আনন্দময়' এমন পোস্টের সঙ্গে একটি নতুন প্যাকেজের স্টিকার প্রকাশ করা হয়। এই স্টিকার লেখা 'বড় বিমানে চড়ে আবার ফিরবো ঘরে'।
এর সঙ্গে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ইকোনমিক ক্লাস সর্বনিম্ন ভাড়া ২৯৯৯ টাকা ও বিজনেস ক্লাসে ৪৯৯৯ টাকা এবং ঢাকা-সিলেট- ঢাকা রুটে ইকোনমিক ক্লাসে সর্বনিম্ন ভাড়া ২৯৯৯ টাকা ও বিজনেস ক্লাসে ৪৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ অফার ৩০ শে জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছে বিমান।
এমএমএ/এসএএইচ