দেশজুড়ে

নানা বাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেলো শিশুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. মুরসালিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের শেখপুরা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরসালিন নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. ফারুক হোসেন সাহাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুরসালিন মায়ের সঙ্গে বুধবার রামগঞ্জের শেখপুরা গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার সময় সে বাড়ির অন্য ছেলেদের সঙ্গে সামনের শেখপুরা বাজার থেকে আইসক্রিম কিনতে আসে। ফেরার সময় দ্রুত গতির সিএনজিচালিত অটোরিকশার চাপায় তার মৃত্যু হয়।

নিহতের মামা জামাল শেখ জানান, নানা বাড়িতে বেড়াতে এসে ছোট্ট ভাগিনার মৃত্যু হলো। আমরা এটা মেনে নিতে পারছি না। সিএনজি চাপা দেওয়ার পর দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্ত্যব্যরত চিকিৎক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

কাজল কায়েস/এফএ/জেআইএম