ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ম অমান্যে ১৪ যানবাহনকে প্রায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) দিনভর রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করে হাইওয়ে পুলিশ।
হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ মোল্লা জাকির হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জরিমানায় দণ্ডিত যানবাহনগুলোর মধ্যে ব্যক্তিগত গাড়ি, মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন ছিল। সড়কে শৃঙ্খলা রক্ষায় আমাদের তৎপরতা চলবে।
আরাফাত রায়হান সাকিব/এসআর/জেআইএম