রাজবাড়ী সদর উপজেলায় গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবলু শেখ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বাবলু শেখ ওই গ্রামের আব্দুর রহমান শেখের ছেলে।
বাবলু শেখের ছোট ভাই কামাল শেখ জানান, নিজ বাড়ির বাথরুমে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার ভাই গোসলখানায় পড়ে যান। পরে টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শহীদ ওহাবপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ ভুঁইয়া ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এমআরআর/এএসএম