জাতীয়

ঢাকা ট্রাভেল মার্ট শুরু ১৮ মে

বাংলাদেশের ট্যুরিজম ফেয়ারের ১৮তম আসর ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৩’ শুরু হচ্ছে। আগামী ১৮ মে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের গ্র্যান্ড বল রুমে এ আসর বসবে। তিন দিনব্যাপী এ মেলায় অংশ নেবে দেশ-বিদেশের খ্যাতনামা এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্টস, ট্যুর অপারেটরস, হোটেলস, রিসোর্ট, বিনোদন কেন্দ্রসমূহ ও অন্যান্য বিভিন্ন ট্রাভেল সেবাদানকারী সংস্থা।

ভ্রমণ ও পর্যটন বিষয়ক পত্রিকা বাংলাদেশ মনিটর এ ট্রাভেল মার্টের আয়োজন করছে। রোববার (৭ মে) বাংলাদেশ মনিটরের ফেসবুক পেজে এক পোস্টে এ ট্রাভেল মার্টের ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, ট্রাভেল মার্টে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো মেলা চলাকালীন দর্শকদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেবে, যা শুধুমাত্র মেলা চলাকালীনই প্রযোজ্য হবে।

এছাড়া মেলার অ্যান্ট্রি টিকিটের ওপর থাকছে আকর্ষণীয় রাফেল ড্র, যার মাধ্যমে আপনিও দেশ-বিদেশ ভ্রমণে বিভিন্ন এয়ারলাইন্স টিকিট ও অন্যান্য আরও অনেক সুযোগ সুবিধা জিতে নিতে পারেন দর্শকরা।

মুসা আহমেদ/এএএইচ/জেআইএম