ক্যাম্পাস

দুই বাংলার ৮টি ছোট কাগজকে ‘চিহ্ন সম্মাননা’ প্রদান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই দিনব্যাপি অনুষ্ঠিত ‘চিহ্নমেলা বিশ্ববাঙলা’য় বাংলাদেশের পাঁচটি ও ভারতের তিন ছোট কাগজকে চিহ্ন পুরস্কার ও সম্মননা স্মারক প্রদান করা হয়েছে। মঙ্গলবার মেলার শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।সম্মাননা পাওয়া বাংলাদেশের ছোট কাগজগুলো হলো সিলেট থেকে প্রকাশিত রাজীব চৌধুরী সম্পাদিত শিল্প-সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক ছোট কাগজ ‘চৈতন্য’, চট্টগ্রাম থেকে প্রকাশিত হাফিজ রশীদ খান সম্পাদিত বাংলা সাহিত্য পত্রিকা ‘পুষ্পকরত’, ঢাকা থেকে প্রকাশিত কবি গাজী লতিফ সম্পাদিত ‘দূর্বা’, দিনাজপুর থেকে প্রকাশিত জলিল আহমেদ সম্পাদিত ‘প্রয়াসী’ ও রাজশাহী থেকে প্রকাশিত রুহুল আমিন প্রমানিক সম্পাদিত ‘কবিকুঞ্জ’।এছাড়া সম্মাননা পাওয়া ভারতের তিনটি ছোট কাগজ হলো শিলিগুড়ি থেকে প্রকাশিত শুভময় সরকার সম্পাদিত ‘মল্লার’, কলকাতা থেকে প্রকাশিত তাপস ভৌমিক সম্পাদিত ‘কোড়ক’ ও কুচবিহার থেকে প্রকাশিত সঞ্চয় সাহা সম্পাদিত ‘তিতির’।চিহ্নপ্রধান শহীদ ইকবালের সভাপতিত্বে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, অর্থনীতিবিদ ও লেখক সনৎ কুমার সাহা, পশ্চিমবঙ্গের লেখক ইমানুল হক ও কবি জুলফিকার মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিহ্ননির্বাহী রহমান রাজু।এর আগে সকাল সাড়ে ৯টা থেকে কথাপ্রসঙ্গে: লেখক-সম্পাদকদের অভিব্যক্তি, বেলা সাড়ে ১২টায় কবিকণ্ঠে কবিতা পাঠ-২, ৩টায় কবিতা পাঠ-২, ৪টায় কবিকণ্ঠে কবিতা পাঠ-৩ অনুষ্ঠিত হয়।এছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনি ও ক্ষুদে গানরাজ পায়েল।গতকাল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে ‘চিহ্ন’র উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপি ‘চিহ্নমেলা-বিশ্ববাঙলা’র উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। এতে বাংলাদেশের ও ভারতের ১২০টি ছোট কাগজ অংশ নেয়।রাশেদ রিন্টু/বিএ