দেশজুড়ে

ফেনসিডিলসহ আটক সাবেক ইউপি মেম্বার

লালমনিরহাটের আদিতমারীতে সাত বোতল ফেনসিডিলসহ নিজ বাড়ি থেকে এমদাদুল হক মিন্টু নামের সাবেক এক ইউপি মেম্বারকে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ মে) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

এমদাদুল হক মিন্টু সারপুরকুর ইউনিয়নের খারুভাজ এলাকার মৃত গোলাম রব্বানির ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ইউপি মেম্বার এমদাদুল হক মিন্টুর বাড়িতে অভিযান চালায় আদিতমারী থানাপুলিশ। এসময় সাত বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। এসময় আনোয়ারা বেগম নামের এক নারী পালিয়ে যান।

ওসি মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় আদিতমারী থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় মিন্টুকে গ্রেফতার দেখানো হয়েছে। পলাতক নারীকে গ্রেফতারে অভিযান চলছে।

রবিউল হাসান/এসআর/এমএস