আইন-আদালত

সহিংসতার মামলায় রিজভী-আমানসহ ২৯ জনের বিচার শুরু

নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ফলে আনুষ্ঠানিকভাবে এ মামলার বিচার শুরু হয়েছে। মঙ্গলবার (৯ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল প্রমুখ।

আরও পড়ুন>> ১৪৫ দিন পর নয়াপল্টনে রিজভী, খালেদার মুক্তি দাবি

মামলার সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শেরেবাংলা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেয় পুলিশ।

জেএ/এএএইচ/এমএস