দেশজুড়ে

মদ্যপ অবস্থায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

জামালপুর পৌরশহরে মদ্যপ অবস্থায় বন্ধুর ছুরিকাঘাতে হাবিল (২৭) নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ মে) মধ্যরাতে মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিল শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে হাবিল ও চাঁন মিয়া একসঙ্গে রংমিস্ত্রির কাজ করতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। মঙ্গলবার রাতে মদ্যপ অবস্থায় দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে চাঁন মিয়ার মা বোনকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন হাবিল। এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে হাবিলকে ছুরিকাঘাত করেন।

খবর পেয়ে পুলিশ হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জাগো নিউজকে বলেন, রক্তমাখা চাকুসহ চাঁন মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহত হাবিলের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেছেন।

মো. নাসিম উদ্দিন/এসজে/জেআইএম