জাতীয়

কনটেইনারচাপায় দুই রিকশা আরোহী নিহত, চালক আশঙ্কাজনক

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার পতেঙ্গা স্টিল মিল খালপাড় এলাকায় লরি থেকে পড়ে যাওয়া কনটেইনারচাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইপিজেড থানার এসআই রূপক কান্তি চৌধুরী জাগো নিউজকে বলেন, একটি লরি থেকে পড়ে যাওয়া কনটেইনারের পাশে চলাচলরত একটি রিকশাকে চাপা দেয়। এ সময় কনটেইনারের নিচে চাপা পড়ে দুইজন প্রাণ হারান। চালককে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কনটেইনার হ্যান্ডলিংয়ের ছাড়পত্র দিয়ে সরকারের গচ্চা ১০ কোটি!

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জাগো নিউজকে বলেন, স্টিল মিল খালপাড় এলাকায় কনটেইনারবাহী লরি অসতর্ক অবস্থায় চালাচ্ছিলেন চালক। এ সময় লরি থেকে কনটেইনারটি পাশে পড়ে গিয়ে একটি রিকশাকে চাপা দেয়। রিকশাটিতে দুইজন যাত্রী ছিলেন। দুই যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে কনটেইনার-কার্গো হ্যান্ডেলিংয়ের রেকর্ড

তিনি বলেন, আমরা নৌবাহিনীর ক্রেনের সাহায্যে কনটেইনারের নিচে চাপাপড়া দুইটি মরদেহ উদ্ধার করেছি। এ সময় রিকশা চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। রিকশাচালক গুরুতর জখম হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এমডিআইএইচ/এমআরএম/জেআইএম