দেশজুড়ে

জুয়ার আসর থেকে কাউন্সিলরসহ গ্রেফতার ৭

নড়াইল পৌরসভার কাউন্সিলরসহ সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ মে) রাতে উপজেলার মাকড়াইল গুচ্ছগ্রাম এলাকার একটি গরুর খামার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নড়াইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সদরের ভাটিয়া এলাকার সৈয়দ নওশের আলীর ছেলে সৈয়দ মাসুদ রানা বাবলু (৫০), লোহাগড়া থানার চাচই মধ্যপাড়ার সলেমান শেখের ছেলে জুনায়িদ শেখ (৩৯), চাচই শিকদার পাড়ার তৈয়ব শিকদারের ছেলে সাদ্দাম শিকদার (২৮), মাকড়াইল এলাকার মৃত আব্দুল ওহাব মোল্যার ছেলে মো. রবিউল ইসলাম (৪২), মান্নু শিকদারের ছেলে মো. তাইফুর শিকদার (২৭), ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ি গ্রামের হাফিজুর রহমানের ছেলে রনজু সরদার (৪২) ও মৃত হাবিবুর রহমানের ছেলে কাবুল শেখ (৩০)।

আরও পড়ুন: মেহেরপুরে কাউন্সিলরসহ গ্রেফতার ২

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, রাতে ওই এলাকার একটি গরু খামারে অভিযান চালানো হয়। জুয়া খেলারত অবস্থায় পৌর কাউন্সিলরসহ সাতজনকে গ্রেফতার করা হয়। এসময় ১০৪ পিস তাস, নগদ সাত হাজার ২০০শ টাকা জব্দ করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিবি পুলিশ নিয়মিত এ ধরনের অভিযান চালাচ্ছে।

হাফিজুল নিলু/আরএইচ/এমএস