সোনম কাপুর অভিনীত ‘ডলি কি ডোলি’ ছবি নিয়ে দর্শকদের আগ্রহ যেন কেবল বেড়েই চলেছে। স্বাভাবিকভাবেই ছবিটির টিমও চাচ্ছে এটাই। আর এজন্যই ছবিটির দ্বিতীয় মোশন পোস্টারেও কিছু প্রশ্ন ছুঁড়ে দিয়েছে ডলি কি ডোলি টিম।বলিউডে ছবির প্রচারণায় নিত্য নতুন আইডিয়ার সাহায্য নেওয়া নতুন কিছু নয়। আর এরই ধারাবাহিকতায় এখন যুক্ত হয়েছে মোশন পোস্টার। গত ৫ ডিসেম্বর ডলি কি ডোলি’র দ্বিতীয় মোশন পোস্টার মুক্তি পেয়েছে। যথাযথভাবেই এই পোস্টারেও বোঝার উপায় নেই ডলি সোনম কাপুর কার সাথে যাচ্ছেন।এই পোস্টারেও বধু বেশেই উপস্থিত তিনি। আর এখানে বড় সাঁজে রয়েছেন পুলকিত সম্রাট, রাজকুমার রাও এবং বরুণ শর্মা। আর এজন্যই যেন মিলিয়ন ডলারের প্রশ্ন, ডলি আসলে কার? স্বাভাবিকভাবেই এ ব্যাপারে মুখ খুলতে নারাজ সোনম কাপুর। তিনি বলেন, ছবির প্রচারণায় মোশন পোস্টারের ধারণা নতুন কিছু নয়।এর আগে আমির খানের ধুম থ্রী ছবির প্রচারণাতেও মোশন পোস্টার ছিল একটা মাধ্যম। এবং আমরাও ছবির প্রচারণায় মোশন পোস্টার বেছে নিয়েছি। আমাদের ধারণা অনুযায়ী এই আইডিয়াটাও দারুণ কাজে লেগেছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আমরা ছবিটি নিয়ে মানুষের নানা কৌতূহল লক্ষ্য করছি। ছবিটি দেখার পরেই দর্শক সকল প্রশ্নের উত্তর পাবেন। জানতে পারবেন ডলি আসলে কার!