দেশজুড়ে

নাটোরে শিশু মুক্তি হত্যায় একজনের ফাঁসি

নাটোরের লালপুরের শিশু মোসাদ্দিকা খাতুন মুক্তি (৬) হত্যায় সাহারুল নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ ঘটনায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছ। বুধবার দুপুর দেড়টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সাহারুল ইসলাম লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের আক্কেল আলীর ছেলে। মামলার বিবরণে বলা হয়, ২০০৭ সালের ৬ নভেম্বর লালপুরের রঘুনাথপুর গ্রামের মুকরুম আলীর মেয়ে মোসাদ্দিকা খাতুন মুক্তির স্বর্ণের কানের দুল নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সাহারুল ইসলামসহ তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন মুক্তরি বাবা। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ সাহারুলকে ফাঁসি এবং তার মা পারুল বেগমকে বেকসুর খালাস দেয় আদালত। তবে আসামিরা পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।রেজাউল করিম রেজা/এসএস/এমএস