বাসা বাড়ির ময়লা আবর্জনা সন্ধ্যা ৭টার মধ্যে ডাস্টবিনের ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।বুধবার দুপুরে পুরান ঢাকার হাজারীবাগ বেড়িবাধঁ এলাকায় সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের আনুষ্ঠানিক উদ্ধোধন শেষে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে ঘোষণা করেছি। এবছর আমরা নগরীর সব রাস্তাঘাট থেকে বর্জ অপসারণ করে এ সিটিকে আমরা সুন্দর পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলবো।তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ৫৭টি ওয়ার্ডে একশ করে ৫ হাজার ৭শ টি ডাস্টবিন দেব। নগরীকে পরিচ্ছন্ন রাখতে এসব ডাস্টবিন ব্যহারের জন্য তিনি ঢাকাবাসীকে আহ্বান জানান।এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নুর তাপস, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসিবুর রহমান মানিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ২২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী তারিকুল ইসলাম স্বজীব, ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী নুর আলম, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর হুমাউন কবির, মহিলা কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলী প্রমুখ।জানা গেছে, আধুনিক ঢাকা বির্নিমানে বর্জ্য ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে আন্তর্জাতিক মানের এ ডাম্পিং স্টেশন প্রথম নির্মান করা হয়।জানা গেছে, আধুনিক ঢাকা বিনির্মাণে বর্জ্য ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে আন্তর্জাতিক মানের এ ডাম্পিং স্টেশন তৈরি করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়নে আরবান পাবলিক অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ সেন্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় প্রকল্পটি সম্পন্ন করে।এমএম/এসকেডি/পিআর