গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম এ নোটিশ দেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীক বরাদ্দ পাওয়ার পর নিজের ছবির সঙ্গে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম ব্যবহার করার কারণে তাকে এ নোটিশ দেওয়া হয়।
আরও পড়ুন: গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে ১২ জনসহ প্রার্থী ৩৮৪
নোটিশে বলা হয়, সিটি করপোরেশনে মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আপনি জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীক বরাদ্দ পাওয়ার পর নিজের ছবির সঙ্গে সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নাম ব্যবহার করেছেন। যা সিটি করপোরেশন বিধিমালা লঙ্ঘন। নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজের ছবি ও প্রতীক ব্যতীত অন্য কোনো নাম, ছবি বা প্রতীক ব্যবহার করতে পারবেন না।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, আচরণবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বতন্ত্রপ্রার্থী জায়েদা খাতুনকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস