রাজনীতি

হরতালের প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বহাল রাখায় জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হরতালবিরোধী এ কর্মসূচি পালন করে সংগঠনটি।হরতালবিরোধী মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের কলাভবন, গ্রন্থাগার, টিএসসি হয়ে চারুকলা অনুষদের সামনে এসে সমাবেশ রুপ নেয়।ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সহ-সভাপতি আবু হুসাইন বিপু, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।সাইফুর রহমান সোহাগ বলেন, ‘জামায়াত নেতা মীর কাসেম আলী একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে এদেশের মুক্তিকামী মানুষের উপর নির্যাতন করেছে। চট্টগ্রামের হোটেলে মা বোনদের নির্যাতন করেছে। আপিল বিভাগ তার ফাঁসি বহাল রাখায় একাত্তরে যারা নির্যাতনের শিকার তারা ন্যায় বিচার পেয়েছেন’। মুক্তিযুদ্ধ নিয়ে কটাক্ষ করার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার করারও আহ্বান জানান তিনি।   এস এম জাকির হোসেন বলেন, ‘আলবদর কমান্ডার মীর কাসেম আলী মুক্তিযুদ্ধের সময় নির্বিচারে মানুষদের নির্যাতন করেছে। চট্টগ্রামে তার নেতৃত্বে আলবদর বাহিনী অসংখ্য মানুষকে হোটেলে নির্যাতন করেছে।’  এ সময় তারা ‘দেশবিরোধী হরতাল মানি না মানব না, অবৈধ হরতাল মানি না মানব না’ বলে স্লোগান দেন।বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সহ-সম্পাদক ও উপ-সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এমএইচ/একে/আরআইপি