দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে মনিরা খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু রয়েছে। শনিবার (১৩ মে) সকালে উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (১২ মে) রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলার নারায়ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার (১৩ মে) সকালে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।
আরও পড়ুন: স্ত্রীকে পিটিয়ে হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী গ্রেফতার
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সাত বছর আগে মনিরা খাতুনের সঙ্গে সাখাওয়াত মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি ছেলে আছে। দীর্ঘদিন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এসব নিয়ে একাধিকার শালিসও হয়েছে।
শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্ত্রীকে মারধরে করেন সাখাওয়াত। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন বলেন, শুক্রবার রাত ১১টার দিকে মনিরা খাতুনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার কপালে আঘাতের চিহ্ন ছিল।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ‘মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। নিহতের স্বামী পলাতক আছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা আছে। তবে এখনও পর্যন্ত কোন মামলা হয়নি।’
মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম