চ্যাম্পিয়ন আবাহনী আর রানার্সআপ শেখ জামাল দুই জায়ান্টকে হারিয়ে সুপার লিগ জমিয়ে তুলেছিল গাজী গ্রুপ। শেষ ম্যাচে কী করে আকবর আলীর দল, সেটাই ছিল দেখার।
আজ শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মোহাম্মদ মিঠুনের প্রাইম ব্যাংকের সাথে আর কুলিয়ে উঠতে পারেনি গাজী গ্রুপ। ৭৩ রানের বড় জয়ে মাঠ ছেড়ে লিগে তৃতীয় স্থান নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক।
সংক্ষিপ্ত স্কোরপ্রাইম ব্যাংক: ২৫২/৯, ৫০ ওভার (সাহাদাত দিপু ২৭, জাকির হাসান ৪৩, মোহাম্মদ মিঠুন ৫৭ , প্রান্তিক নওরোজ নাবিল ১৫, নাসির ২১, আল আমিন জুনিয়র ১৯, শেখ মাহদি ১১, অলক কাপাালি ২৭, অতিরিক্ত ১২ , সুমন খান ৪/৪৫ , টিপু সুলতান ২/৪০)
গাজী গ্রুপ: ১৭৯/১০ , ৪৩.১ ওভার (মেহেদি মারুফ ১২ , হাবিবুর রহমান সোহান ০, ফরহাদ ৩১, আসাদুল্লাহ গালিব ২৬, আকবর আলী ১৬, এস এম মেহরাব ২৫, কাশিফ ভাট ৪/৪১, রুবেল হোসেন ২/২৩, নাসির ২/৩৭, অলক কাপাালি ২/১৬)
ফল: প্রাইম ব্যাংক ৭৩ রানে জয়ী।
এআরবি/এমএমআর/জিকেএস