দেশজুড়ে

ধনেশ পাখির ২ বাচ্চাসহ যুবক আটক

গাজীপুরের পূর্ব চান্দনায় বিলুপ্তির ঝুঁকিতে থাকা ধনেশ পাখির দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ সময় আলতাফ হোসেন রিফাত (২৩) নামে এক যুবককে আটক করা হয়।

শনিবার (১৩ মে) বিকেলে অভিযান চালিয়ে পাখিসহ তাকে আটক করা হয়। রিফাত গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা এলাকার আ. রশিদের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রেজওয়ান আহমেদ জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি পূর্ব চান্দনা এলাকার হারুন অর রশিদের বাড়িতে ধনেশ পাখি আছে। ওই খবরের ভিত্তিতে শুক্রবার সদর থানা পুলিশ ও বন্যপ্রাণী অধিদপ্তরের সদস্যরা ওই বাড়িতে অভিযান চালান। অভিযানে ওই বাসার তিন তলার একটি বারান্দায় কার্টনের মধ্যে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ধনেশ পাখির দুটি বাচ্চা উদ্ধার করা হয়। পরে পাখি রাখার অপরাধে আলতাফ হোসেনকে আটক করা হয়। এ সময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. সানাউল্লাহ পাটোয়ারী জাগো নিউজকে বলেন, পাখি দুটির বয়স দেড়-দুমাস হতে পারে। এগুলো আমাদের দেশে হিল ফরেস্টে গাছের কুঠুরিতে বাসা বাঁধে। পূর্ণতা প্রাপ্তির আগে ধনেশ পাখির বাচ্চাগুলোকে বাসায় মা পাখি খাবার খাওয়ায় এবং পরিচর্যা করে। আর পুরুষ পাখি বাইরে থেকে খাবার যোগান দেয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা বলেন, জিজ্ঞাসাবাদে রিফাত জানান পাখি দুটি তিনি অনলাইন পেজের মাধ্যমে কিনেছেন। পাখি দুটি বন্যপ্রাণী অধিদপ্তরের প্রতিনিধিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উদ্ধার হওয়া পাখি দুটিকে কোয়ারেন্টাইনে রাখা হবে। পাখিগুলো এখনো নিজে নিজে খাবার খেতে শিখেনি। পাখিগুলো পাহাড়ি এলাকায় থেকে অভ্যস্ত। যখন নিজে নিজে খাবার খেতে শিখবে এবং উড়তে শিখবে পাহাড়ি এলাকার দিকে উন্মুক্ত করা হবে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস