বিনোদন

মায়ের চেয়ে গভীর কোনো অনুভূতি নেই: অপু বিশ্বাস

‘মা’ শব্দটি পৃথিবীর সবচেয়ে মধুর। এ নামে সন্তানের প্রাণের তৃষ্ণা মেটে। মায়ের আঁচলে মিশে থাকে যেন বেহেশতের সুবাস। সেই মায়ের জন্য বছরে একটি বিশেষ দিন মা দিবস। প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববারে বিশ্বজুড়ে পালিত হয় এ দিনটি।

এদিনে মাকে নিয়ে স্মৃতিকথার ঝুলি খুলেছেন নানা অঙ্গনের তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে অনুভূতি আর ভালোবাসা প্রকাশ করেছেন অনেক তারকা।

আরও পড়ুন: মায়ের জন্য ভালোবাসা জানালেন তারা

তাদের একজন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তার ভেরিফায়েড ফেসবুক পেজে মায়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, পৃথিবীতে সৃষ্টিকর্তার সৃষ্টির শ্রেষ্ঠতম একটি উপহার ‘মা’। যার ডাকে আমার ঘুম ভাঙত । যিনি আমার মুখের হাসি দেখার জন্য সব কিছু করতে পারতেন। মায়ের চেয়ে গভীর কোনো অনুভূতি নেই পৃথিবীতে মা সন্তানের সবচেয়ে ভালো বন্ধু। মা দিবসে সব মায়ের প্রতি শ্রদ্ধা ও অফুরন্ত ভালোবাসা। শুভ হোক মা দিবস।

অপু বিশ্বাসের বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস। উপেন্দ্রনাথ বিশ্বাস ও শেফালি বিশ্বাস দম্পতির তিন মেয়ে ও এক ছেলে। অপু সবার ছোট। এ অভিনেত্রীর সঙ্গে থাকতেন তার মা। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়েই তার জীবন।

এমআই/এমএমএফ/জেএমআই