ফরিদপুরের জোবাইদা-করিম জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বাখুন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জানান, দুপুরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। জেলার সবকটি ফায়ার সার্ভিসের ইউনিট ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিলসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, ফায়ারসার্ভিসের সবকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত তথ্য পরে জানানো যাবে।
এন কে বি নয়ন/আরএইচ/জেএমআই