ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীতে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধের জেরে চট্টগ্রামেও গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় কর্ণফুলী গ্যাস। লাইনের গ্যাস বন্ধের সুযোগে কারসাজির মাধ্যমে বাড়িয়ে দেন এলপিজি গ্যাসের দামও। ১১৭৬ টাকার একেক বোতল এলপি গ্যাস বিক্রি হয়েছে ১৬শ টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত।
দামের এমন কারসাজির অভিযোগের ভিত্তিতে রোববার (১৪ মে) সন্ধ্যায় চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ দোকানিকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছনে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার প্রতীক দত্ত।অভিযানে চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন সংলগ্ন তাহের স্টোরে একেক সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছিল ৩ হাজার টাকায়। পাশের দোকান সোহেল স্টোরে এলপি গ্যাসের বোতলের সঙ্গে চুলা কিনতে বাধ্য করা হচ্ছে। পুরো সেট বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার টাকায়। এসময় তাহের স্টোরকে ২০ হাজার এবং সোহেল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর নগরের এনায়েত বাজারের অধিকাংশ দোকানে এলপি গ্যাস বিক্রি হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকায়। এসময় এনায়েত বাজার এলাকার কিচেন ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং আরও তিন দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার প্রতীক দত্ত বলেন, লাইনের গ্যাস বন্ধের অযুহাতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় দ্বিগুণ দামেও এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছিল। অনেকে গ্যাসের বোতলের সঙ্গে চুলা কিনতেও বাধ্য করেছেন। অনেক দোকানদার অভিযোগ করেছেন, ডিলাররা গ্যাসের দাম বেশি নিচ্ছেন। এসব অভিযোগে রোববার রাতে ষোলশহর ও এনায়েত বাজার এলাকার ৬ দোকানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ডিলারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এমডিআইএইচ/এমএএইচ/