দেশজুড়ে

রূপপুর পারমাণবিক কেন্দ্রে রাশিয়ান নাগরিকের মৃত্যু

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক কেন্দ্রে কর্মরত গুতসান ভ্যালোরি (৬৯) নামের এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ মে) দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজশাহী নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান।

গুতসান ভ্যালোরি শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত ছিলেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ‘নিকিমথ’ এ ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন। প্রকল্পের আবাসন গ্রিনসিটির ১০ নম্বর ভবনের ১৮ তলার ফ্লাটে বসবাস করতেন।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সংযুক্ত হচ্ছে নতুন রেলপথ

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার রাশিয়ান নাগরিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

নিকিমথ কোম্পানির চিকিৎসক ডা. রাসেল জানান, ১১ মে থেকে তিনি অসুস্থ বোধ করলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। ১২ মে পরীক্ষায় তার নিউমোনিয়া ধরা পড়ে। রোববার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে আইসিও সাপোর্ট দেওয়ার জন্য রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শেখ মহসীন/আরএইচ/জেআইএম