ভোলার ইলিশা-১ নামের গ্যাসক্ষেত্রের কূপের তৃতীয় স্তরের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শুরু করেছে বাপেক্স। প্রথম ও দ্বিতীয় ডিএসটি পরীক্ষা শেষে সোমবার (১৫ মে) সকালে তৃতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শুরু হয়েছে।
বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন জানান, গত ৯ মার্চ ইলিশা-১ গ্যাসক্ষেত্রের কূপটির খননকাজ শুরু হয়। ২৮ এপ্রিল কূপের প্রথম স্তরের ডিএসটি পরীক্ষা শুরু হয়। পরে আগুন প্রজ্বলন করে ৭ মে দ্বিতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শেষ হয়। আজ থেকে তৃতীয় স্তরের ডিএসটি পরীক্ষা শুরু হয়েছে।
আরও পড়ুন: ভোলায় নতুন কূপে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত: বাপেক্স
তিনি আরও বলেন, আমাদের ধারণা প্রতিদিন এ কূপের একেকটি স্তর থেকে ২০ মিলিয়ন এবং তিনটি স্তর থেকে ৫০-৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। এছাড়া গ্যাসক্ষেত্রে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুত রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে পুরো পরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
জুয়েল সাহা বিকাশ/এসআর/এমএস