গাজীপুরের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ আলী (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ মে) বিকেলে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে ভূঁইয়াবো গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন।
নিহত মোহাম্মদ আলী উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নে ঈশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্থানীয়ভাবে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।
পুলিশ জানায়, দুপুরে নিজ গ্রামের পাশে ভূঁইয়াবো গ্রামের আত্মীয় জনৈক শাহজাহানের বাড়িতে বাথরুমে ইলেকট্রিক কাজ করছিলেন মোহাম্মদ আলী। এসময় বাড়িতে একজন নারী ছাড়া আর কেউ ছিলেন না। বিকেলে কাজ করার একপর্যায়ে বিদ্যুতায়িত হন মোহাম্মদ আলী। পরে কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির ওই নারী দরজা খুলে দেখেন তিনি পড়ে আছেন।
তার ডাক-চিৎকারে আশপাশের লোক ছুটে আসেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই কামাল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দিপালী ঘোষ মুনমুন বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়।
আব্দুর রহমান আরমান/এসআর/এমএস