ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নামিদামি ব্র্যান্ডের মোড়কে তৈরি বিপুল পরিমাণ নকল জুসসহ বিভিন্ন খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে।
এ ঘটনায় কারখানা মালিক রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে উপজেলার বিনোকদিয়া বাজারে আল্লাহর দান ফুড প্রোডাক্টস নামে একটি কারখানায় এ অভিযান চালানো হয়।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক এ অভিযান পরিচালনা করেন। এসময় ফরিদপুর জেলা বিএসটিআইয়ের পরিদর্শক প্রকৌশলী এস এম সোহরাব হোসেন সঙ্গে ছিলেন।
জানা গেছে, কারখানাটির বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। সেখানে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মোড়ক ও বোতল নকল করে নিম্নমানের অস্বাস্থ্যকর আর্টিফিশিয়াল ফ্লেভারযুক্ত জুস, আইসবার, এডিবল জেলসহ বিভিন্ন নকল ও ভেজাল খাদ্যপণ্য তৈরি করে বাজারজাত করতেন কারখানা মালিক রবিউল।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক বলেন, বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল জুস তৈরির কারখানায় অভিযান চালানো হয়েছে। পরে কারখানাটি সিলগালা করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন কে বি নয়ন/এমআরআর/এএসএম