টি২০ বিশ্বকাপের মূল লড়াইয়ের মাত্র এক সপ্তাহ আগে ইনজুরির কারণে নেতৃত্ব ছেড়েছেন লাসিথ মালিঙ্গা। ফলে টেস্ট-ওয়ানডের পাশাপাশি টি২০ তেও এ্যাঞ্জেলো ম্যাথুসের কাঁধে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে নির্বাচক কমিটি। তবে গুঞ্জন ছিল টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্ব নিতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছিল ম্যাথুস। সেই গুঞ্জনের পর অবশেষে মুখ খুলেছেন তিনি। ম্যাথুস জানিয়েছেন, ‘আমি শ্রীলঙ্কা ক্রিকেট দলের নেতৃত্ব নিতে প্রস্তুত। তবে এবারের বিশ্বকাপ আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ।’এদিকে চোটের কারণে দুই মাসেরও বেশি সময় বাইরে থেকে এশিয়া কাপে ফিরেই আরব আমিরাতের বিপক্ষে অসাধারণ বোলিং করেন লাসিথ মালিঙ্গা। কিন্তু সেই ফেরা দীর্ঘ হয়নি। পরের ম্যাচগুলোতে চোটের কারণে খেলতে পারেননি তিনি। ফলে ম্যাথুসের অধীনে বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে যায় লঙ্কানরা। এমন পরিস্থিতিতে মালিঙ্গা টি২০ বিশ্বকাপে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। আমিরাত ম্যাচের পর অবশ্য অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বলেছিলেন টি২০ বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্ব দিয়ে তারপরই ভবিষ্যত নিয়ে ভাববেন। কিন্তু তার আগেই দায়িত্ব ছাড়লেন দলের অন্যতম এই পেস বোলার।আরএ/এএইচ/আরআইপি