দেশজুড়ে

ফেনী পলিটেকনিকে দুই ছাত্রের ভর্তি বাতিল

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত দুই ছাত্র আরমান হোসেন ও নোভেল মজুমদারের ভর্তি বাতিল হয়েছে। তাদের দুজনকে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. রকিব উল্লাহর সই করা প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়।

পলিটেকনিক সূত্র জানায়, সংঘর্ষের ঘটনার পর আরও তিন ছাত্র নিজেদের ভর্তি বাতিল করে স্বেচ্ছায় অন্য জায়গায় স্থানান্তর হয়েছেন। এদের মধ্যে পিয়াস আলী সিরাজগঞ্জ পলিটেকনিক, শাহরিয়ার চৌধুরী নরসিংদী পলিটেকনিক ও রাহাতুল ইসলাম মজুমদার কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে স্থানান্তর হন।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বোর্ড চেয়ারম্যানের অনুমতিক্রমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কয়েকজন শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের শান্তি-শৃঙ্খলা, একাডেমিক ও প্রশাসনিক কাজের স্বার্থে জরুরি ভিত্তিতে উল্লেখিত টেকনোলজি, পর্ব ও শিফটে ভর্তির অনুমতি দেওয়া হয়।

১ মার্চ দুপুরে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ইনস্টিটিউট শাখার সভাপতি মিশুসহ ৯ জন আহত হন। ওই ঘটনায় ২০ মার্চ দ্বিতীয় মেয়াদে গঠিত তদন্ত কমিটি ঘটনার দিন সিসিক্যামেরা পর্যবেক্ষণ, প্রত্যক্ষদর্শী ও একাধিক শিক্ষার্থীসহ অন্তত ১৫ জনের বক্তব্য সংগ্রহের পর ১২ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়। এর মধ্যে দুই ছাত্রের ভর্তি বাতিলের সুপারিশ ও অপর ১০ জনকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়।

একই ঘটনায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ছয় নেতাকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়। এরা হলেন- সহ-সভাপতি আনোয়ারুল আজিম আরাফাত, সহ-সভাপতি নিলয় মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আল মাহমুদ রুতাপ, সাংগঠনিক সম্পাদক তারেক মনোয়ার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার চৌধুরী প্রিয়ম, দপ্তর সম্পাদক দ্বীন মোহাম্মদ।

আবদুল্লাহ আল-মামুন/এসজে/এএসএম