ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া ১৪ মে’র দাখিল পরীক্ষার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এই পরীক্ষা ২৭ মে শনিবার অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ মে) মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এতে বলা হয়, ১৪ মে’র স্থগিত হওয়া পরীক্ষা ২৭ মে শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চলবে পরীক্ষা।
আরও পড়ুন: দাখিলের উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ২৯ মে থেকে পরবর্তী ৪ জুন পর্যন্ত শেষ করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করতে হবে পরীক্ষা। ব্যবহারিক পরীক্ষার জন্য শুধুমাত্র ব্যবহারিক উত্তরপত্র ব্যবহার করা যাবে। কোনো ক্রমেই তত্ত্বীয় পরীক্ষার মূল উত্তরপত্র ব্যবহার করা যাবে না। ৫ জুনের মধ্যে প্রিন্ট কপি এবং ব্যবহারিক উত্তরপত্র স্বাক্ষরলিপি ও অন্যান্য আনুষঙ্গিক কাগজপত্র রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল শাখায় হাতে হাতে জমা দিতে হবে।
এমএইচএম/জেডএইচ/জেআইএম