সিটি নির্বাচন

দাখিলের উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪০ পিএম, ১৮ মে ২০২৩
ফাইল ছবি

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের কারণে দাখিলের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা ২৫ মে এর পরিবর্তে আগামী ২৮ মে রোববার অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ মে) মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, আগামী ২৫ মে (বৃহস্পতিবার) দাখিলের উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এদিন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পরিস্থিতিতে ২৫ মে অনুষ্ঠিতব্য দাখিলের উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এর আগে ঘুর্ণিঝড় মোখার প্রভাবে গত ১৪ মে-এর দাখিলের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা স্থগিত করা হয়েছিল। স্থগিত ইংরেজি প্রথমপত্র পরীক্ষা ২৭ মে শনিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।

এমএইচএম/এএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।