দেশজুড়ে

ঝিনাইদহে কন্টেইনার বিস্ফোরণে বিদেশিসহ দগ্ধ ৪

ঝিনাইদহে কন্টেইনার বিস্ফোরণে এক বিদেশি নাগরিকসহ ৪ জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সড়ে ৮টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার অচিন্তনগরে তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- চায়না নাগরিক ফ্র্যাংক সেভিন, সদর উপজেলার অচিন্তনগর গ্রামের শাহাজান মোল্লার ছেলে জালাল হোসেন, একই গ্রামের মশারফ হোসেনের ছেলে মনির জান (৩০) ও ঢাকা জেলার সলেমানের ছেলে জোবায়ার হোসেন (২৫)।স্থানীয়রা জানায়, সকালে চায়না-বাংলাদেশ যৌথ তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে কাজ করার সময় কন্টেইনার বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় চায়না নাগরিকসহ ৪ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে চায়না নাগরিক ফ্রাংক সেভিন ও মনিরজানের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজের ম্যানেজার শাহাবুদ্দিন আহম্মেদ জানান, দীর্ঘ দিন ধরে পাটকাটি জ্বালিয়ে ছাই তৈরি করে রফতানি করা হতো। ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর বিয়য়টি নিশ্চিত করেছেন।এসএস/আরআইপি