নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা প্রতিপক্ষের জন্য মারাত্মক হুমকি বলে মনে করেন তাদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান। ভারতের উইকেটগুলো স্পিনারদের জন্য বেশ ভালো। তবে তা উপেক্ষা করেও আগামী ১৮ মার্চ অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাটসম্যানরা জ্বলে উঠবেন বলে আশা করছেন তিনি।চলতি বছর শ্রীলংকার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম অর্ধশতক হাঁকানো নিউজিল্যান্ডের বামহাতি ব্যাটসম্যান কলিন মুনরো`র ব্যাটিংয়েও আসতে পারে নতুন চমক। এমনটাই জানালেন ম্যাকমিলান। তিনি বলেন, ‘গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা টেষ্ট সিরিজটাই ব্ল্যাক ক্যাপদের জন্য বেশ গতিশীল হবে। এছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর অভিজ্ঞতা দলের খেলোয়াড়দের জন্য বেশ সহায়ক হবে।এবারের বিশ্বকাপে অষ্ট্রেলিয়া ছাড়াও ভারত, পাকিস্তান এবং বাছাই পর্ব থেকে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে নিউজিল্যান্ড।আরএ/আইএইচএস/আরআইপি