রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রাউথা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- উপজেলার রাউথা গ্রামের মজিবর রহমানের ছেলে মহিদুল (২৫) ও বাঘা উপজেলার মীরগঞ্জ গ্রামের মৃত কাইফুর রহমানের ছেলে শহীদ (৩০)। চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যক্তিগত কোন্দলের কারণে স্থানীয় মাহবুরের বাসায় মোটরসাইকেলযোগে ৪ যুবক পৌঁছায়। এ সময় মাহবুরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহবুর অস্ত্র বের করার সময় ওই দুই যুবক গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত মাহবুরকে আটক করা সম্ভব হয় নি। তবে স্থানীয়দের অভিযোগ, মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই স্থানীয় যুবক মাহবুর ও আহতদের মধ্যে গোলাগুলি হয়। পরে মাহবুরের গুলিতে তারা আহত হয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছে।শাহরিয়ার অনতু/এসএস/এবিএস