চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই ডাকাত সদস্য ও সাতকানিয়া থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দুইটার সময় পাঁচলাইশ থানার প্রবর্তক সংঘের পাহাড় থেকে তাদের আটক করা হয়।আটকরা হলো- ডাকাত মোহাম্মদ ফয়েজ (২০), মোহাম্মদ হানিফ (১৯) ও মাদক ব্যবসায়ী মো. জমির উদ্দিন (৩৬)। সিএমপি’র পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে প্রবর্তক সংঘের পাহাড়ের নিচে ঝোপে গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অন্যান্য সদস্যরা পাহাড়ী জঙ্গলে পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজের গুলি উদ্ধার করা হয়।অন্যদিকে জেলার সাতকানিয়ায় ২শ’ পিস ইয়াবাসহ মো. জমির উদ্দিন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ফকিরপাড়া সওদাহাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।জীবন মুছা/আরএস/এবিএস