দ্য ওয়ার্ল্ড তায়কোয়ান্দো হানদামাং প্রতিযোগিতায় তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ। নেপালের পোখারায় অনুষ্ঠিত টুর্নামেন্টের পুমসে সিনিয়র-১ ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর দিপু চাকমা, পুমসে জুনিয়র-১ ইভেন্টে সামির খান এবং জুনিয়র-২ ইভেন্টে বিজেএমসির নুরুদ্দিন হুসাইন স্বর্ণপদক জেতেন। এছাড়া পুমসে জুনিয়র-২ ইভেন্টে উসমা রিয়াজ রামিসা এবং পাওয়ার ব্রেকিং ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর মোসলেম মিয়া একটি করে ব্রোঞ্জপদক জেতেন। আএইচএস/এবিএস