জাতীয়

শিশু হত্যাকারীদের বিচারের দাবি

শিশু রাজনসহ অন্যান্য শিশু হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে ঢাকা সিটি ইয়ুথ ফোরাম। পাশাপাশি শিশু হত্যা বন্ধ ও শিশুদের অস্বাভাবিক মৃত্যু বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। ঢাকা সিটি ইয়ুথ ফোরামের সভাপতি নিজাম হোসেন বলেন, কোন শিশু যেন অস্বাভাবিক মৃত্যুবরণ না করে, শিশুরা যেন যথাযথ মর্যাদায় বেঁচে থাকতে পারে এ পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। শিশুরা যেন ন্যায্য অধিকার পায় এজন্য সরকারের পাশপাশি সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। ঢাকা সিটি ইয়ুথ ফোরাম একটি গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে বিভিন্ন পেশার ২১ হাজার মানুষের একাত্মতা নিদর্শন স্বরুপ স্বাক্ষর গ্রহণ করেছে বলেও জানান সংগঠনের সভাপতি। মানববন্ধনে ঢাকা শহরের বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিশু অংশগ্রহণ করে। এএস/জেএইচ/এবিএস