বঙ্গোপসাগরে নিখোঁজের চারদিন পর এফবি মারিয়া নামের একটি ট্রলারের সন্ধান পাওয়া গেছে। রোববার (২১ মে) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
ট্রলারের মালিক ছগির হোসেনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, ঘূর্ণিঝড় মোখার পর ১৫ মে দুপুরে পাঁচদিনের খাদ্য নিয়ে ১৪ জন মাঝি সাগরে যান। ট্রলারটি ৬৫ দিনের মৎস্য নিষেধাজ্ঞার আগে ঘাটে আসার কথা ছিল। কিন্তু ১৮ মে ইঞ্জিনে পানি ডুকে বিকল হয়ে যায়। সেই থেকে সাগরে ভাসছিল ট্রলারটি।
আরও পড়ুন: পদ্মায় ট্রলারডুবি, নিখোঁজ দুই
তিনি আরও জানান, রোববার সকাল ১০টার দিকে ট্রলারটি ভাসতে ভাসতে নেটওয়ার্কের আওতায় আসলে মালিক সমিতিকে বিষয়টি অবগত করেন ট্রলার মালিক সগির হোসেন। এরপর ট্রলারটি উদ্ধারে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়।
পাথরঘাটা দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান জানান, সাগরে ভাসতে থাকা ট্রলারটি উদ্ধারের জন্য মালিক সমিতির একটি ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে রওয়ানা হয়েছি। ট্রলারের মাঝিমাল্লা সবাই নিরাপদ রয়েছেন।
আরএইচ/এএসএম