খেলাধুলা

বিশ্বকাপজয়ী এখন ডেপুটি পুলিশ কমিশনার!

ভারতের বিশ্বকাপজয়ী বোলার এখন পুলিশের ডেপুটি কমিশনার। অনেকটা বলিউডি সিনেমার গল্পের মতই; কিন্তু বাস্তবে এটিই করে দেখালেন ভারতের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক জগিন্দর শর্মা। দক্ষিণ আফ্রিকায় হওয়া প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে বল করে ভারতকে এনে দেন প্রথম বিশ্বকাপে শিরোপার জয়ের স্বাদ। হয়ে যান ভারতের বিশ্বকাপ জয়ের হিরো। আইপিএলের প্রথম কয়েকটি মৌসুমে তাকে দেখা গেলেও পরে আর দেখা যায় নি। ভারতীয় মিডিয়ার তথ্য অনুসারে, ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হরিয়ানা পুলিশ তাকে চাকরির প্রস্তাব দেয়। অবশেষে তিনি সেখানকার ডেপুটি পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পান। অবশ্য এই কাজে যোগ দেয়ার আগে তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। পুলিশের চাকরিতেও হয়তো সাফল্যের মুখ দেখবেন এই ডান হাতি পেস বোলার। আরআর/ আইএইচএস/পিআর