খেলাধুলা

টি-টোয়েন্টি বিশ্বকাপেও ডোপ টেস্ট

প্রতিবারের মত এবার বিশ্বকাপেও ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ২০১১ সাল থেকে ক্রিকেটের যে কোন বড় আসরে ক্রিকেটারদের ডোপ টেস্ট করে আসছিল ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। বৃহস্পতিবার দিল্লিতে বিশ্বকাপ টুর্নামেন্টের পরিচালক এমভি শ্রীধর এমনটাই জানালেন। পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে শ্রীধর বলেন, ‘আইসিসির বড় ইভেন্টগুলোতে ডোপ টেস্ট করা হচ্ছে অনেক আগে থেকেই। আইসিসির এই ইভেন্টেও অংশ নেয়া সকল ক্রিকেটারকেই ডোপ টেস্টে অংশ নিতে হবে।’সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়ে নিষিদ্ধ হন। পাশাপাশি টেনিসের মত আসরেও ডোপ টেস্টে প্রমাণিত হয়ে নিষিদ্ধ হয়েছেন মারিয়া শারাপোভার মত টেনিস খেলোয়াড়। শ্রীধর বলেন, ‘আইসিসি ২০১১ সাল থেকে ডোপ টেস্ট করে আসতেছে। অন্যান্য খেলায় যেমন এন্টি-ডোপিং এজেন্সি আছে আইসিসির তেমন নেই। রেকর্ড ঘেটে জানা যায়, আমরা ২০১১ বিশ্বকাপ, ২০১২ টী-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুশীলনের সময় ক্রিকেটারদের ডোপ টেস্ট নিয়েছি।’ আরআর/আইএইচএস/এবিএস