দেশজুড়ে

ঝিনাইদহে বিএনপি নেতাকে মারপিট

ঝিনাইদহের মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জি. মোমিনুর রহমান মোমিনকে মারপিট করেছে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাকে মহেশপুর হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পার্টি অফিসে সভা চলাকালে এ ঘটনা ঘটে। উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. এএ আব্দুল আহাদ জানান, ছাত্রদলের গ্রুপিংয়ের কারণে এ ঘটনা ঘটেছে। ছাত্রদলের উ-শৃঙ্খল নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে তার উপরে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।এ বিষয়ে মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, থানায় এখনো কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।এআরএ/এবিএস