নিরাপত্তা জনিত কারণে বিশ্বকাপের ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়াম থেকে সরিয়ে কলকাতার ইডেন গার্ডেনে নিয়ে আসা হয়েছে। কিন্তু এতে সব থেকে বিপাকে পরেছে পাকিস্তানি সমর্থকরা। বিশেষ করে যারা ধর্মশালায় পাক-ভারত ম্যাচ দেখতে ইতোমধ্যে টিকেট এবং হোটেল ভাড়া করেছে।পাকিস্তানের দৈনিক পত্রিকা ‘পাকিস্তানি ডেইলিতে’ বলা হয়, ‘যে সকল পাকিস্তানি ধর্মশালায় ম্যাচের টিকেট কেটেছে, থাকার জন্য সেখানকার হোটেল ভাড়া নিয়েছে তাদের দায় ভার বিসিসিআইকেই নিতে হবে।’ এর আগে সর্বোচ্চ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে ভারত-পাকিস্তান ম্যাচটি ধর্মশালা থেকে কলকাতায় সরিয়ে আনা হয়।পত্রিকটি আরো জানায়, ‘আইসিসির অবহেলার কারণেই আজ এই অবস্থা। যেহেতু ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে তাই পাকিস্তানি সমর্থকদের থাকা খাওয়ার ব্যবস্থা বিসিসিআইকেই করতে হবে। তাদের বিশ্বকাপ আয়োজনের আলাদা তহবিল আছে তেমনি সমর্থকদের জন্যেও আলাদা তহবিল থাকা উচিত। যদি তারা সেটা না করে তাহলে এটা চরম অবমূল্যায়ন হবে।’এসপি/এমআর/এবিএস