লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গরুকে গোসল করাতে নেমে পুকুরে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২২ মে) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাঁঠালতলী এলাকার একটি পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার বিকেলে সে নিখোঁজ হয়।
নিহত কিশোর রিফাত হোসেন (১৫) শ্রীরামপুরে ইউনিয়নের কাঁঠালতলী গ্রামের আব্দুল সাত্তার ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার বিকেলে গ্রামের একটি পুকুরে গরুকে গোসল করানোর জন্য নামে রিফাত। এরপর থেকেই নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন পাটগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেন। সোমবার সকালে ফায়ার সার্ভিস কর্মীরা এসে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজি করে দুপুরে রিফাতের মরদেহ উদ্ধার করেন।
পাটগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী ইনচার্জ শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, রোববার রাত ১১টায় খবর পেয়ে সোমবার সকাল থেকে কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেননি।
রবিউল হাসান/এমআরআর/এএসএম