নারায়ণগঞ্জের বন্দরে ডিউটিতে থাকা অবস্থায় পুলিশের গাড়িতে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এক উপপরিদর্শকসহ (এসআই) তিন কনস্টেবল আহত হয়েছেন।
রোববার (২১ মে) দিনগত গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন বন্দর থানার কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম, কনস্টেবল (চালক) আশিকুর রহমান, আফিকুল ইসলাম এবং আবুল কালাম।
সোমবার (২২ মে) বিকেলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার রাতে কামতাল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ থেকে মদনপর এলাকায় টহল ডিউটিতে ছিলেন। গভীর রাতে জাঙ্গাল এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক টহল গাড়িটিকে ধাক্কা দেয়। এতে চার পুলিশ সদস্য আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে থানায় বিশ্রামে রয়েছেন।
ওসি আবু বকর ছিদ্দিক বলেন, এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাশেদুল ইসলাম রাজু/এসআর/এমএস