বিনোদন

ক্রিসমাসে ১ ডজন হ্যারি পটার

হ্যারি পটার ভক্তদের জন্য অপেক্ষা করছে সুখবর। ক্রিসমাসের দিনটিকে আরও আনন্দময় করতে তুলতে মুক্তি পাচ্ছে রাউলিংয়ের এক ডজন হ্যারি পটার সারপ্রাইজ।১২ ডিসেম্বর লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১টায় তার প্রথম সারপ্রাইজ নিয়ে আসছেন রাউলিং। পটারমোর ওয়েবসাইট eoline.com-এ দুপুর ১টায় পপ আপ করবে প্রথম সারপ্রাইজ। ক্রিসমাসের ছুটিতে প্রতিদিনই ঠিক দুপুর ১টায় আসতে থাকবে রাউলিংয়ের সারপ্রাইজ।সারপ্রাইজের মধ্যে জায়গা করে নিয়েছে হ্যারির স্কুলের প্রতিযোগী স্লিথারিনের প্লাটিনাম চুলের ডার্কো ম্যালফয়। তবে বাকিগুলো সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি। পটার ভক্তদের জন্য নিয়মিত গল্প ও গুজব আপলোড করে পটারমোর ওয়েবসাইট। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল হ্যারি পটার সিরিজের শেষ বই হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ।