জাতীয়

ন্যাশনাল ডিফেন্স কলেজে ‘ক্যাপস্টোন কোর্স-২০১৬’ সমাপ্ত

ন্যাশনাল ডিফেন্স কলেজের ২ সপ্তাহব্যাপী ‘ক্যাপস্টোন কোর্স-২০১৬’ এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ এনডিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কোর্সটি ৭ম বছর পদার্পণ করেছে এবং নীতিনির্ধারণী সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।কোর্সে ৮ জন সংসদ সদস্য, ৪ জন অতিরিক্ত সচিব পর্যায়ের প্রশাসনিক আমলা/প্রয়োগবিদ, ৩ জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা (মেজর জেনারেল সমপর্যায়), ২ জন প্রখ্যাত শিক্ষাবিদ, ১ জন জ্যেষ্ঠ বিচারক, নীতি-নির্ধারণী পর্যায়ের ১ জন জ্যেষ্ঠ চিকিৎসাবিদ ও ১ জন প্রধান প্রকৌশলী, ১ জন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ২ জন ব্যাংক/আর্থিক খাতসমূহের নীতি নির্ধারণী পর্যায়ের কর্মকর্তা, ৬ জন বিশিষ্ট ব্যবসায়ী, ২ জন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, ১ জন উচ্চ খ্যাতি সম্পন্ন বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি এবং ২ জন অনারারি কনসাল জেনারেলসহ মোট ৩৪ জন ফেলো অংশগ্রহণ করেন।এর আগে, উপদেষ্টা, ন্যাশনাল ডিফেন্স কলেজে এসে পৌঁছলে তাকে স্বাগত জনান কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী।অনুষ্ঠানে অন্যান্যের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা ও কলেজের অনুষদ সদস্যরা উপস্থিত ছিলেন।এসএ/এসএইচএস/এবিএস