বিশ্বকাপ মিশন শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে নারী টাইগার দল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ব্যাঙ্গালুরুর চিন্বাসামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ (বৃহস্পতিবার, ১০ মার্চ) রাত ৮টায়। সাম্প্রতিক কালে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ হারলেও জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে ৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে জাহানারার দল। অন্যদিকে শ্রীলংকা তাদের শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচেই হেরেছে। তাই বাংলাদেশও এই ম্যাচে জয়ের ব্যপারে আশাবাদী। জাহানারার নেতৃত্বে বর্তমান নারী দল বেশ শক্তিশালী বলা চলে। কিন্তু বিশ্বমঞ্চে এখনো তেমন ভাবে মেলে ধরতে পারেনি সালমা-জাহানারারা। তাই এবার ভালো কিছু করার প্রত্যয় নিয়েই ভারতে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ নারী দল।এসপি/এমআর/পিআর