সাতক্ষীরার দেবহাটায় ট্রলির ধাক্কায় শিশু রায়হান (৭) নিহত হয়েছে। এসময় শিশু রায়হানের বাবা আশরাফুজ্জামান আহত হন। আশরাফুজ্জামান দেবহাটার সখিপুর এলাকার প্রভাষক আশরাফুজ্জামানের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার সন্যাসীচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দেবহাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে জানান, প্রভাষক আশরাফুজ্জামান তার ছেলেকে মোটরসাইকেলে নিয়ে নলতায় যাচ্ছিলেন। পথিমধ্যে সন্যাসীরচর এলাকায় একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে দুইজনই আহত হন।পরে তাদের সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক শিশু রায়হানকে মৃত্যু ঘোষণা করেন।এআরএ/এবিএস