এ প্রজন্মের তরুণ সংগীত শিল্পী সজীব চৌধুরীর নতুন একটি মিউজিক ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে। গানের শিরোনাম ‘আমি ভালো আছি এখন’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেল হিসেবেও হাজির হয়েছেন সজীব। তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী অহনা। গানের কথা লিখেছেন এবং সুর করেছেন তুর্য হাসান। কম্পোজ করেছেন সাব্বির আহমেদ। গল্পনির্ভর এ গানটির মিউজিক ভিডিওটি ড্রিমআর্টের ব্যানারে নির্মাণ করেছেন তরুণ নির্মাতা অমিত হাসান। অহনা বলেন, ‘খুব বেশি মিউজিক ভিডিওতে কাজ করা হয়না। তবে মান সম্মত কাজ হলে চেষ্টা করি করার জন্য। সজীবের গানটি বেশ ভালো। আশা করি মিউজিক ভিডিওটি সবার কাছে ভালো লাগবে।’এ প্রসঙ্গে সজীব চৌধুরী বলেন, ‘গানটিতে রয়েছে ভিন্নধর্মী সুর ও সংগীতের মূর্ছনা, শ্রোতাদের হৃদয় স্পর্শ করবে বলে আমি বিশ্বাস করি। তাছাড়া গানের কথাগুলোও বেশ চমৎকার।’গানটির চিত্রায়ন করা হয়েছে ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে। নির্মাতা সূত্রে আরো জানা গেছে, আগামী সপ্তাহে গানটি বিভিন্ন বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে। দেখুন গানের ভিডিওটি : এনই/এলএ/পিআর